বাংলাদেশ বেতারের কার্যক্রমের লক্ষ্য :
♦শ্রোতাদের বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে জনগণের জীবনমান উন্নীতকরণের জন্য শিক্ষা দান এবং নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদন দেয়া;
♦সরকারের নীতি, কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে শ্রোতাদের অবহিত করা ও জাতীয় উন্নয়ন কার্যক্রম তবরান্বিত করতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাঁদের এতে সম্পৃক্ত করা;
♦নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নত করা এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করার মাধ্যমে জনসাধারণের আচরণের ইতিবাচক পরিবর্তন সাধন করা;
♦জাতীয় জনগুরুত্বপূর্ণ সকল বিষয়ে প্রচারাভিযান পরিচালনা করা;
♦জনগণের মতামত ও চিন্তা ভাবনা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করা।
বাংলাদেশ বেতারের সেবা গ্রহীতা :
♦শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে সকল বয়সের, পেশার ও শ্রেণীর শ্রোতাগোষ্ঠি;
♦বেতার অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী, কলা-কুশলী, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, বৈজ্ঞানিক, চিকিৎসক, ধর্মীয় নেতা, পেশাজীবীসহ যারা বিভিন্ন ভাবে বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও করতে চান;
♦সরকারের সকল মমত্রণালয়/বিভাগ, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংসহাসমূহ, বেসরকারী প্রতিষ্ঠান, ক্রীড়া সংসহা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনসমূহ;
♦বিভিন্ন পণ্যের উৎপাদক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ীগণ এবং তাদের এজেষ্ট, যাঁরা সার্ভিস ও পণ্যের বিজ্ঞাপন প্রদান করে থাকেন বা করতে চান;
♦ব্যবসায়ী যাঁরা বেতারের সকল প্রকার যমত্রপাতি, সরঞ্জাম ও অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করে থাকেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস